সহীহ নিয়ত – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
সহীহ মনে নিয়ত করে
সবাই কাজ করো,
সঠিক পথ বাছাই করে
আসল পথ ধরো।
আগাই সবে আলোর পথে
নিয়ত করে ঠিক,
মনের মতো সবই পাবো
সকল ভালো দিক।
নিয়ত যদি খারাপ থাকে
হারাবে সব কূল,
হিসাব করে দেখবে তুমি
তোমার সব ভুল।
নিয়ত ঠিক সবই ঠিক
কিসের করো ভয়,
ভালো নিয়ত ধারণ করে
করবো সবে জয়।
অটল থাকি সঠিক পথে
সাহস রাখি বুকে,
কষ্ট যতো আসুক পথে
মানবো হাসি মুখে।





