রক্তাক্ত কারবালা — এম হায়দার চৌধুরী
রক্তাক্ত কারবালা
:::::::::::::::::::::::::::
*** এম হায়দার চৌধুরী ***
মহররমের চাঁদ উঠেছে, বার্তা জানাতে,
বেখবর বিশ্ব মুসলিমের নিদ ভাঙ্গাতে।
আজো কাঁদে কারবালার মাটি আসমান
প্রকৃতিও কাঁদে, শুধু কাঁদে না মুসলমান।
কারবালার খুনিদের হস্ত খুন মাখা
মুমিনের বিষন্ন বিলাপে ফিরে দেখা।
ওই দেখা যায় খুনিদের উন্মুক্ত খঞ্জর
রক্তে রঞ্জিত হয় ইসলামের পাঁজর।
হায়- নিভে গেল বাতি, ফেঁটে যায় ছাতি
হোসেনের প্রাণহীন দেহ, রাসূলের নাতি।
লাল খুনে রঞ্জিত হলো কারবালা প্রান্তর
স্তব্ধ দুনিয়া, কাঁপেনা সীমারের অন্তর।
হোসাইনের হাল দেখে, কেঁদে ওঠে আসমান
বাতাস কাঁদে, বৃক্ষ কাঁদে, কাঁদেনা পাষাণ।
পশু পাখি তরুলতা, নিস্তব্ধ নিরবতায়
চিৎকার দিয়ে খোঁজে, হোসাইন কোথায়?
সূর্যটা লাল হলো, মেঘ নাই আকাশে
আলোহীন দিবসটি, মনে হয় ফ্যাকাশে।
কারবালায় হয়েছে যা, হবেনা আবার
মহররমের বিলাপ, ফিরে আসে বারবার।
করবালা বলে যে, মাথা নত নয় জুলুমে
শির রবে উচ্চ কেটে নিক জালিমে।
জালিম খুনিদের, মোকাবেলায় মুমিনরা
নীতি নয়, প্রাণ দেবো, ঈমানদার আমরা।।





