পরশ পাথর — এম হায়দার চৌধুরী।
পরশ পাথর
=•=•=•=•=•
এম হায়দার চৌধুরী।
×÷×÷×÷×÷×÷×÷×÷
মেষ রাখাল নবী আমার, বালুময় দুর্গম মরু প্রান্তর,
স্রষ্টার সেরা সৃষ্টির বিষ্ময়, বিশ্বময় এক পরশ পাথর।
দীনের নবী, দেখেন সবি, সকল উম্মাতের আদত,
শেষ রাসূলের উম্মাত হওয়া আল্লাহর রহমত।
নূরের নবীর উম্মাতেরা সহজ সঠিক পথ রয়,
মুসলিম নামে বিপথে চলা, নবীজীর পথ নয়।
হে মদীনা তুমি যে আমার রাসূলের মহব্বত
রওজা জুরে অদৃশ্য এক আল্লাহর রহমত।
রাসূল যাকে ভালোবাসেন আল্লাহ বাসেন আরও
তোমারে পেতে প্রেমিকেরা ধায় ধনী গরীব সে-ও।
রাসূল আছেন কেমন হেথায়, কেমন তার রূপ
সফল হতো জন্ম আমার দেখে তা কতই অপরূপ।
রাসূল প্রেমিক, নবীর পথিক, আমি কী হতভাগা?
যেতে যেতে মদীনার পথে, আমি নির্ঘুম রাতজাগা।
ও মদীনা তোমার কদর, সব প্রেমিকের হৃদকম্পন
স্বার্থক আমি, বারেক করি নবীজীর পাদুকা চুম্বন।
আজো যত ফুল ফোঁটে, আজো কতো বুলবুলী
রাসূলের মহত্ব বাজায় নিরবে নিভৃত্তে নিরিবিলি।
ও মদীনা কার ছোঁয়ায়, আজ সুজলা সুফলা তুমি?
নূরনবীর চরণ ছোঁয়ায়, সবার আগে আমি জানি।
ও মদীনা অন্তরে তোমার, ঘুমিয়ে নবীজী আমার,
যত্নে রেখো রত্ন মোদের, বিশ্বমানবের সম্পদ অপার।
শতকোটি মুসলিমের হৃদয়ে মদীনা চিরভাস্বর,
নবীজীর মহব্বতে সব ভুলে যাই কে আপন পর।
হেরা হতে মদীনার পথ বেয়ে, এলেন মস্ত চরাচরে
মহান স্রষ্টার, মহা সৃষ্টি নবীজী, পুলসিরাত পারাপারে।
ইয়াসরিব থেকে সোনার মদীনা, কে জানত তোমায়?
আমার নবীজীর পরশে, পাথর রূপান্তর সোনায়।
ও মদীনার আকাশে বাতাসে কে ছড়ালো আতর?
নবী প্রেমিকেরাই জানে, নবীজী এক পরশ পাথর।
পরশ পাথরের পরশ প্রার্থী আমি এক প্রস্তর,
মদীনা হতে বাংলাদেশ ঘুরে ফিরি নিরন্তর।।।
***** আল্লাহ হাফেজ*****





