আমি ও আমার শূন্যতা – সৈয়দ মিনহাজুল ইসলাম (শিমুল) ।
ঐ দূর থেকে ভেসে আসছে আযানের ধ্বনি
সন্ধ্যা নামার পায়তারা করছে
পাখিগুলি ফিরে যাবে নীড়ে
ফিরতি পথে মানুষের কোলাহল।
বাড়ী ফেরার আমার নেই কোন তাড়া
বিষণ্ণ প্রহর সবখানেই এক
উদাস দৃষ্টিতে নেই একাগ্রতা
আমি ও আমার শূন্যতা !
ব্যস্ততা ঘিরে রাখে দিনভর
ফাইলের স্তুপে জমা পরে কষ্ট
সহকর্মীর খিলখিল হাসিতে দোলে
মনের বিলে ভেসে থাকা পদ্ম।
হৃদয় কপাট জং লাগা তালা
চাবির খোঁচায়ও সাড়া দেয়না
শুকনো মড়মড়ে হারিয়েছে পেলবতা
আমি ও আমার শুন্যতা !
আশা ভালোবাসা একই কক্ষপথে
অবিরাম ছুটে চলা মানুষের
বিশ্রাম খুঁজে পেতে ঘরে
এক টুকরো সস্থির আশ্বাসে।
খরায় তপ্ত মাটি ফেটে চৌচির
বৃষ্টির অপেক্ষা হয়তো আছে
ঘুচবেকি তাতেও হীনমন্যতা
আমি ও আমার শূন্যতা !





