আমি এবঙ — সারোয়ার চৌধুরী
আমি এবঙ
সারোয়ার চৌধুরী
যুগ যুগ ঈশ্বরীর ভুমিকায় সেই তুমি মানবী,
কবিতায় আমি তোমার ব্যবচ্ছেদ করতে পারি।
তুমি বল, ইচ্ছে করলেই চলে যাওয়া যায়!
আমি বলি, চলে গেলেও নিউরন ভেঙ্গে ভেঙ্গে
অনুরা শুধু ভালোবেসেই যায়।
তুমি বল, সহজ-কঠিন আমি মিশাই
তারপর খুঁজি জীবন দিশা!
আমি বলি,ভালোবাসায় মৌনব্রত সব অনুভূতি;
আচ্ছাদিত করে আমায় অমানিশা।
তুমি বল, থেমে যাওয়াই মৃত্যু
আবার থেমে যাওয়াই বিশ্রাম।
আমি বলি, মুক্তি কিসে;
বেঁচে থাকায় না মৃত্যুতে?
তুমি বল,দুটোই সাময়িক আবার অসাময়িক।
আমি বলি, যথার্থ মুক্তি আত্মদৃষ্টিকোণে।
তুমি বল,শব্দে শব্দে আমি নিঃসঙ্গতা লিখে রাখি
আাকাশ নক্ষত্রের কথা বলে!
আমি বলি,বাংলা ”দ” এর মত জড়সড় হয়ে
শুয়ে থাকি আমি; আমার মৃত্যুর পানে চেয়ে।
এমনিই,
হাজার ব্যবচ্ছেদ আমি করতে পারি
কবিতায়-তোমার;
আর তখন প্রচণ্ড নীরবে ঢেকে ফেলে
আমায় রাত্রির সমস্ত অন্ধকার।





