“আমি আর তুমি” – শামীমা এম রিতু |
তুমি আরণ্যকে যাওনি,
তুমি জাননা কবিগুরুর গল্প –
তুমি চেনোনা শরতের বিলাসী –
বলো কিভাবে তোমায় ভালবাসী!
তুমি বুঝোনা নজরুল কথা-
শুনোনি কভূ একতারার সুর
তোমায় আমায় তাইতো বসত-
যোজন যোজন দূর।
সেই সময়ে দেখোনি তুমি
সমরেশের দীপাবলির আলো
তাইতো হৃদয় অনাবাদি তোমার
মোহাচ্ছন্নে ঘোর কালো!
ঢোলে-নালে তোমার জাগেনা প্রাণ
মানবতা -মানেই কী শুধু মানুষ ?
দেখোনা তুমি রূপ প্রকৃতির
কি করে হবো তোমাতে বেহুশ!
আমি শূণ্যের বাসিন্দা তাই
হাওয়ায় বেঁধেছি ঘর
তুমি আসতে পারো রূহে মিশে –
নইলে থাকো চির পর!





