#সাহিত্য ও সংস্কৃতি

অস্তিত্বে তুমি —- সারোয়ার চৈাধুরী

মনে পড়লো এমনিই কোন একদিন

তুমি আমাকে প্রশ্ন করেছিলে…

আমাকে তুমি কতটুকু ভালবাস- সাগর সম ?
বলেছিলাম – না,
সাগরের সুনামী ভয়ঙ্কর জলদানব।

তাহলে কি আকাশ সম?
না, আকাশের রঙ বিষাদের নীল।

আচ্ছা , তুমি আমাকে চাও না ভালবাস?
বললাম – দু’টোই,
আমি তোমাকে চাই ও ভালবাসি।

তা – কতটুকু?
সমূদ্র ও আকাশ সম ভালতো বেসেই ফেলেছি , পেতে চাই যেখানে আকাশ ও সমুদ্রের সীমানা শেষ সেখান থেকে অনন্ত অসীম পর্যন্ত।

মেঘলা বিভ্রম ভরা বাতাসে
সময় বয়ে গেলো অনেক ,
ভাবনারা রক্ত ঝরায় অবিরাম
সমীকরণগুলো আজ বড্ড বেসুরে।
দু’চোখে কাঁটা ফোটে
মগজ ফোটে
মাথায় অশ্লীল সাইরেন ,
মেরুদন্ড বেয়ে শীতল ঢেউ
আমাকে ফেলে দেয় শুন্য থেকে ।
কানের ভিতর পেরেক
ছিঁড়ে ছিঁড়ে যায় শব্দমালা ,
আমার নৈ:শব্দে আমি একক যাত্রি
তবু তুমি নিউরনে পোকা হয়ে হাঁটছো ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *