#সাহিত্য ও সংস্কৃতি

অরুন্ধতী — সারোয়ার চৈাধুরী

অরুন্ধতী
সারোয়ার চৌধুরী

অরুন্ধতী – তোমার হাতের চুড়িরা ছলকে উঠে
লহমায়লহুময় হয়ে চলে দিনরাত্রির নিদ্রাবিলাসে
আমি সপ্তর্ষিমন্ডলে তোমায় খুঁজতে থাকি
অধরা হয়ে যায় – স্বপ্নগুলো রাশি রাশি।
তুমি মহাকাশেই থাকো অরুন্ধতী ,
তোমার পানে তাকিয়ে থাকুক মাটির পৃথিবী।
তুমি নেমে আসলে ঘটে যাবে মহা প্রলয় ,
আমি নাহয় ঘুমিয়ে পড়ি আর কিছুক্ষন পর
এ আমার উৎসর্গ – রক্তময় ।

দুঃসাহসের অভিযানে জাগ্রত লোলুপ বোধ ,
আমি হয়ে যেতে পারি – ভিনসেন্ট ভ্যান গখ।
ব্যর্থতার গ্লানি নিয়ে – চালিয়ে পেটেগুলি ,
নিকেটিনের ধোঁয়ায় এঁকে ফেলতে পারি ;
তোমার তৈলচিত্র ! চমকে উঠবে এ শতাব্দী।
হয়ে যাবে এ শতকে
আরও একটা প্রদর্শনী – “পাগলামীর সীমান্তে”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *