জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক শিক্ষা উপমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন) ।
শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু হয় তার।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাপা প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জিয়াউদ্দিন বাবলু। নির্বাচনী প্রচারণা থেকে ফেরার কিছুদিন পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।





