#পাঠক সমাচার

ভাইরালের নীচে চাপা পড়েছে মানবতা

এ টি পালাশ, ম্যানচেস্টার : আমরা বাংলাদেশি ভাইরালপ্রিয় জাতি যেখানে লঞ্চ দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর খবরের চাইতে একজন ১৩ ঘন্টা পর বেঁচে যাওয়ার খবর বেশি গুরুত্বপূর্ণ হযে যায় ৩২ টা মানুষের জীবন তাদের পরিবারের খবর কেউ জানতে চায়না গবেষনার বিষয় হয়ে যায় একজন কিভাবে বাঁচলো । দেশের বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্নীতি , অনিরাপদ সড়ক, ভূমিদস্যুদের অত্যাচারের খবর কেউ পড়েনা জনপ্রিয় খবর হয় ১৮ বছরের মেয়ের সাথে ৬৫ বছরের বৃদ্ধার বিয়ে । এভাবেই একে অন্যের দুঃখ দুর্দশার দিকে না তাকিয়ে আছে সব ফালতু রাসনাদায়ক বিষয় নিয়ে ।

এই ভাইরাল প্রিয়তার সুযোগে নিয়ে দেশে ঘটে যাচ্ছে বিরাট বিরাট অপকর্ম যখনই দেশের জন্য ক্ষতিকর এই অপকর্ম গুলি
ঘটে তখনই জনগণের দৃষ্টি অন্য দিকে সরানোর জন ঘটে এই ভাইরাল খবরের খেলা । দেশে বিদেশে বাংলাদেশিরা এখন নানাভাবে দুর্ভোগের শিকার ইউরোপের বিভিন্ন দেশে করোনার কারনে বাংলাদেশ থেকে যাত্রী আসা প্রায় বন্ধ অথচ কয়েক মাস আগে ইউরোপের বিভিন্ন দেশে যখন করনার প্রকোপ ছিল তখন ঠিকই যাত্রীরা অবাধে বাংলাদেশে গিয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশ এখন এক ভয়াবহ পরিস্থিতির শিকার ।

তাই এই ভাইরালপ্রিয়তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশিদের বাস্তববাদী হতে হবে তা না হলে ভবিষ্যতে জাতির জন্য চরম দুর্দিন অপেক্ষা করছে ।

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার থেকে ,
এটি পালাশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *