সঞ্জয় দত্তের ক্যান্সার ৩য় ধাপে
ফুসফুসের ক্যানসার ধরা পরেছে সঞ্জয় দত্তের। জানা গেছে, তার ক্যানসার এখন তৃতীয় ধাপে আছে। শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন যাবৎ উনি মুম্বাইর লীলাবতি হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক সুত্র মতে জানা যায়, যে তাকে উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই আমেরিকায় নিয়ে যাওয়া হবে।
সঞ্জয় দত্তের পরিবারের একজন বলেন, ‘মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন সঞ্জয় দত্ত। তার সন্তানরা এখনো ছোট। তারা দুবাইতে আছে মায়ের সঙ্গে। এই খবর তাদের জন্য কষ্টের হবে।’
তিনি আরো জানিয়েছেন, সঞ্জয়ের ক্যানসার তৃতীয় ধাপে থাকলেও নিরাময়যোগ্য। তবে চিকিৎসা এখনই শুরু করে দিতে হবে।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (৮ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঞ্জয় দত্তকে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর মঙ্গলবার তিনি চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সামাজিক গণ মাধ্যমে।





