#বিনোদন

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার !

পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এই মামলায় ইতিমধ্যে পুলিশের জালে ন’জন ধরা পড়েছেন। রাজ কুন্দ্রার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী মডেল সাগরিকা সুমনের পুরনো একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

সাগরিকা সুমন পুরনো সেই ভিডিওতে দাবি করেন, ২০২০ সালের অগস্টে একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য তাঁকে অফার করেছিলেন প্রযোজক রাজ কুন্দ্রা। ফেব্রুয়ারি ২০২১ সালে সাগরিকার সেই ভিডিও রীতিমতো চর্চায় নেটপাড়ায়। যেখানে অভিনেত্রী দাবি করেন, ভিডিও কলের মাধ্যমে অডিশন নেওয়া হয়েছিল তাঁর। তিন ব্যক্তি অডিশন নিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন রাজ কুন্দ্রাও। অডিশনে নাকি তাঁকে পোশাক খোলার নির্দেশ দেওয়া হয়।

নায়িকা সাগরিকা সোনার বক্তব্য, ‘আমি মডেলিং করি। ইন্ডাস্ট্রিতে ৩-৪ বছর ধরে কাজ করছি। অনেক কাজ করেছি বলতে পারি না। লকডাউনের সময়ে আমার সঙ্গে এমন বেশ কিছু ঘটনা ঘটে, যা আজ বলতে চাই। ২০২০ সালের অগস্ট মাসে উমেশ কামাত আমাকে ফোন করে একটি ওয়েব সিরিজ অফার করেন, যার প্রযোজক রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রা কে প্রশ্ন করতেই উনি জানান শিল্পা শেট্টির স্বামী।’

মুম্বাই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে। যিনি নিজের বয়ানে দাবি করেছেন যে তিনি কুন্দ্রার সংস্থায় কাজ করতেন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, নবি মুম্বাই ভাসিতে থাকেন কামাত। গত ৬ ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া এক মডেল এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে এসেছিল। ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন কামাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *