#বিনোদন

মাদকের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেন দীপিকা।

দীপিকা পাড়ুকোনের মাদক সম্পর্কিত চ্যাট ভুয়া নয়, সত্যি। হোয়াটসঅ্যাপের গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ এবং ‘কে’-র যে কথোপকথন হয়েছিল তা আদপে দীপিকা (ডি) এবং করিশমারই (কে) চ্যাট। এনসিবি সূত্রের খবর, জেরায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে স্বীকার করলেন দীপিকা। একই সঙ্গে দীপিকা এ-ও জানান, মাদক নিয়ে আলোচনা করলেও, তিনি নিজে মাদক নেননি কোনও দিন। শনিবার সকালে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটির দফতরে মাদক কাণ্ডে জিজ্ঞাসবাদের জন্য পৌঁছান দীপিকা। এর কিছুক্ষণ পরেই সেখানে ঢুকতে দেখা যায় ম্যানেজার করিশমা প্রকাশকে। গতকালও করিশমাকে জেরা করেছিল এনসিবি। এই মুহূর্তে দীপিকা এবং তার ম্যানেজার করিশমাকে মুখোমুখি বসিয়ে জেরা করছে এনসিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *