বিদেশ বিভুঁইয়ে আলোকিত আভি !
প্রবাসের দেশের গান গেয়ে আলো ছড়াচ্ছেন সিলেটের সন্তান আভি অজিতাভ। উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ড বসবাস করলেও গানের বদৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন তরুণ এই কণ্ঠশিল্পী। ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও সাইপ্রাস ও দুবাইয়ে গান গেয়ে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন।
গত ঈদুল ফিতরে আভির প্রথম মৌলিক গান ‘দিনের শেষে’ প্রকাশ পায়। যেই গানে আশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন তিনি। গানটি লিখেছেন মোমিন বিশ্বাস এবং সুর করেছেন আর কে সরকার রিপন। গানটিতে আভির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী দিঠি আনোয়ার। আভির নতুন গান ‘গোধূলি বেলায়’ প্রকাশ হবে কিছুদিনের মধ্যেই। যেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের আরেক স্বনামধন্য শিল্পী স্বীকৃতি।
ম্যানচেস্টার সমাচারকে আভি বলেন, ‘আমার মা একজন সংগীতপিপাসু মানুষ। ঘরোয়া পরিবেশে তিনি গান করতেন। সেখান থেকেই গানে আমার হাতেখড়ি। আমার প্রথম গুরু সিলেটের প্রখ্যাত লোকশিল্পী অরুণ কান্তি তালুকদার। বাংলাদেশের আরেকজন বিখ্যাত পন্ডিত রামকানাই দাশ গুরুজির কাছেও আমি গান শিখি। এই শেখার মাঝেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এরপর ধীরে ধীরে স্টেজ শো শুরু হয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে আসার পর ভীষণ একাকিত্ব অনুভব করি। তখন এই একাকিত্বকে দূর করতে পড়ালেখার পাশাপাশি গানকেই বেছে নেই। গান চর্চার পাশাপাশি বিদেশের মাটিতে শুরু হয় আমার স্টেজ পারফর্ম। আমি অনেক ভাগ্যবান যে, বিদেশের মাটিতে দেশের গান মানুষকে শোনাতে পারছি এবং বাংলা গানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছি।’
গান পরিবেশন ছাড়াও আভি আয়ারল্যান্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সামাজিক উন্নয়নে কাজ করছেন এই উদীয়মান শিল্পী।





