প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আলী যাকের আর নেই !
একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত নাট্য অভিনেতা, নির্দেশক আলী যাকের শুক্রবার ভোর ৬:৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ইউনাইটেড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। এর আগে ১৭ নভেম্বর তাকে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিলো হৃদযন্ত্রের সমস্যার কারণে।
আলী যাকের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। টিভি, মঞ্চ ছাড়াও তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় ও নির্দেশনার দিয়েছেন। তিনি বাংলাদেশের অন্যতম মিডিয়া হাউস ‘এশিয়াটিক’ এর কর্নধার ছিলেন।





