#বিনোদন

পনি চাকমার সাথে ইমরান।

‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ প্রতিযোগীর একজন রাঙামাটির মেয়ে পনি চাকমা। একই অনুষ্ঠানের বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। প্রতিযোগিতা চলার সময়েই সেরা ৫ প্রতিযোগীকে কথা দিয়েছেন বিচারক, প্রত্যেকের প্রথম মৌলিক গানটি নিজ উদ্যোগে করে দেবেন তিনি। মূলত, সেই ধারাবাহিকতায় এবার ইমরান হাজির হচ্ছেন পনিকে নিয়ে।

আগামী ২৩ মার্চ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে পনি চাকমার প্রথম মৌলিক গান ‘আলো’। গানটিতে পনির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

‘আমি জানি আমায় তুমি বাসবে ভালো/ আমি জানি আমার ঘরে আসবে আলো’- এমন রোমান্টিক কথার গানটির রেশ ধরে বান্দরবানের শৈলপ্রপাতের মনোরম লোকেশনে এর ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান-পনি’র পাশাপাশি এতে মডেল হিসেবে দেখা যাবে কেয়া পায়েলকে।

ইমরান বলেন, ‘পনিসহ “গানের রাজা” প্রতিযোগিতার সেরা ৫ জনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করব। সেই অনুসারে সিএমভি’র সহযোগিতায় এর মধ্যে ৪ জনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’

এদিকে পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্লাটফর্মেই ইমরান ভাইয়া বলেছিলেন, “আমাদের পাঁচজনকে নিয়ে গান করবেন।” আমি সেই সুযোগটি পেয়েছি, তার জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। বান্দরবানের শৈলপ্রপাতে ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে আমাকেও দেখা যাবে! এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *