#বিনোদন

নতুন অতিথির আগমন কোহলি-আনুশকার সংসারে।

বেশ কিছুদিন যাবৎ খবরটি বাতাসে ভেসে বেড়াচ্ছিল , তবে নিশ্চিত রুপে কেউই বলতে পারছিলেন না। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নতুন অতিথি আসছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার সংসারে। আগামী বছরের জানুয়ারিতে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।

কোহলি-আনুশকা দুইজনই গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করেছেন।তারা লিখেছেন, ‘এবং তারপর, আমরা তিন হলাম! ২০২১ সালের জানুয়ারিতে আসছে সে। ‘

২০১৭ সালের ডিসেম্বরে ইতালিকে ঝমকালো আয়োজনে বিয়ে হয় কোহলি-আনুশকার। শাহরুখ খানের সঙ্গে সর্বশেষ আনুশকাকে ‘জিরো’ (২০১৮) ছবিতে দেখা গিয়েছিল। ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর নতুন কোনো ছবির কাজ হাতে নেননি আনুশকা।
তবে প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *