চিত্রনায়ক ফারুকের অবস্থা আশঙ্কাজনক।
জন নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
গত (৩১ আগস্ট) তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসা শেষেও তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ৫ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।
তিনি গণমাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। জ্বর সারছে না। দুশ্চিন্তা বাড়ছে।
এখন পর্যন্ত এই কিংবদন্তি অভিনেতা ও প্রযোজকের শারীরিক অবস্থার কোন উন্নতি দেখা যাচ্ছেনা । চিকিৎসকরা বলছেন, ফারুকের রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। যা থেকে খারাপ কিছু হতে পারে। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এ বিষয়টি জানিয়ে ফারহানা ফারুক বলেন, দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে।





