শ্রীহট্ট থেকে তরফ —- সৈয়দ এনায়েতুর রহমান
শ্রীহট্টের ইতিহাসের আকর গ্রন্থদ্বয় “শ্রীহট্টে র ইতিবৃত্ত”এর প্রণেতা শ্রী অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধিঃবিংশ শতাব্দীর ইতিহাস চর্চ্চার উত্তরসূরী।(১ম পর্ব)
===================================
সৈয়দ আবদুল আগফর যখন”তরফের ইতিহাস”গ্রন্থটি লিখেন তখন ছিল উনিশ শতকের শেষ ভাগ।এই গ্রন্থটির মাধ্যমে শ্রীহট্টে বাংলা ভাষায় ইতিহাস লিখার সূচনা হয়।নব্য ইংরেজি শিক্ষিত অভিজাত মুসলমান পরিবারের সদস্যের এই উদ্যোগ ছিল একটি অসাধারণ প্রয়াস।তিনি বাংলায়
ইতিহাস লিখেছিলেন বটে—এর সামান্য সীমাবদ্ধতা ছিল।কেবল মাত্র শ্রীহট্ট জেলার”তরফ”নামে একটি পরগণার ইতিহাসই লিখে ছিলেন এই বরেণ্য লেখক।
তারপরও দ্বিধাহীন ভাবে বলা যায় তিনিই ছিলেন শ্রীহট্টের ইতিহাস রচনার পথিকৃৎ।কারণ তাঁর উল্লেখিত বইটিই পরবর্তী কালের ইতিহাস লেখকদের অনুপ্রাণিত করেছিল।তার আলোকবর্তিকা অনুসরণ করে এগিয়ে আসেন আরো দু’জন লেখক।এদের একজন হলেন শ্রী মোহণীমোহন দত্ত এবং শ্রী অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি।
শ্রী মোহণীমোহন দত্ত লিখেন”শ্রীহট্টের ইতিহাস”(১৯০৩খ্রীঃ)।বইটির কলেবর তেমন বড় নয়,তবে ইতিহাস বইয়ের সব উপাদান এতে আছে।এ বইটি হল শ্রীহট্টের উপর বাংলায় লিখা দ্বিতীয় বই।

ইতিহাস শাস্ত্রটি খরস্রোতা নদীর মত।খরস্রোতা নদী যেমন তাঁর চলতি পথে বাঁক বদল করে,ইতিহাসও ঠিক তেমনি সময় ও ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে বাঁক বদলায়!এই চঞ্চলা শাস্ত্রকে বিশদ ও সঠিকভাবে গ্রন্থে ধারন করে রাখা সহজ কাজ নয়।ইতিহাস শাস্ত্রের মূল উপাদান হল সময়,ঘটনা,ঘটনার বিশদ বিবরণ,তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং প্রমাণ।কেহ যদি এসব উপাদান ছাড়া এই শাস্ত্রটি লিখার চেষ্টা করেন তবে তা ইতিহাস হবে না।হবে সত্যের অপলাপ ও মিথ্যার বেসাতি।
আমরা অবাক হয়ে লক্ষ করেছি যে,শ্রী অচ্যুতচরণ চৌধুরী মহাশয় অত্যান্ত নিষ্ঠা,ধৈর্য, পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে সৈয়দ আবদুল আগফরের দেখানো পথ অনুসরণ করেছেন।এই নিষ্ঠা ও একাগ্রতার জন্যই আমরা বৃহত্তর শ্রীহট্টের একটা পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ পেয়েছি।১৯১০সনে তিনি ৭বছরের পরিশ্রমের ফসল”শ্রীহট্টের ইতিবৃত্ত”পূর্বাংশ(১ম খন্ড)এবং ১৯১৭সনে একই নামে উত্তরাংশ(২য় খন্ড)প্রকাশ করেন।শ্রী অচ্যুতচরণ চৌধুরী মহাশয়ের এই দু’খন্ডের ইতিহাস গ্রন্থ হলো বৃহত্তর শ্রীহট্ট বিষয়ক বিশ্বকোষ(Encyclopedia)!
সম্পূর্ণ শ্রীহট্টের বিশদ বিবরণ তাঁর এই দু’খন্ডের গ্রন্থে লিখে গেছেন।যা তাঁর পান্ডিত্য ও পরিশ্রমের জ্বলন্ত স্বাক্ষর।





