#কমিউনিটির খবর #সিলেট বিভাগ

হেল্পিং হ্যান্ডস চ্যারিটির পক্ষ থেকে ঘড়ি ও মাস্ক প্রদান।

হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর উদ্যোগে, সিলেট সদর উপজেলার ধাপনা টিল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ডিজিটাল এলইডি ঘড়ি ও মুসল্লিদের জন্য ৪০০ মাস্ক প্রদান করা হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসকল উপহার সামগ্রী মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। করোনাকালে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচিতে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর পক্ষ থেকে এ পর্যন্ত ২১ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ। তিনি বলেন, প্রবাসে ও দেশে থাকা বন্ধু শুভাকাঙ্খিদের সহযোগিতায় হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর কার্যক্রম এগিয়ে চলছে। বিজয়ের মাস ডিসেম্বরে ১৬ হাজার মাস্ক বিতারণ করা হয়।

এছাড়াও বিভিন্ন দরিদ্র পরিবারের বিয়েশাদি, দরিদ্র অসুস্থদের চিকিৎসা সহায়তাসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে হেল্পিং
হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখী।

উক্ত মাস্ক বিতরণ কালে এতে উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী লাল মিয়া, স্থানীয় মুরব্বি আব্দুন নুর, খাজা, নুর আলী, মানিক, সাইফুল ইসলাম, হাবিব, আব্দুল জব্বার রাজিব, মোহাম্মদ বেলাল আহমদ, শিক্ষক আলআমিন, হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *