বাংলাদেশে কভিড ১৯ এর দুর্যোগে, মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহায়তা প্রদান
গতকাল কে গ্রেটার মানচেস্টারস্থ মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যেগে বাংলাদেশে কভিড ১৯ এর দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পাঠানো হয়েছে। এ সম্পর্কে সংগঠনের সভাপতি , রুহুল চৌধুরী মামুন বলেন, মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন ম্যানচেস্টারের একটি আর্তমানবিকতায় নিয়োজিত একটি সংস্থা। বাংলাদেশের যেকোনো দুর্যোগে এই সংস্থা সব সময় প্রশংসনীয় ভূমিকা পালন করে। একই সাথে ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটিকে উজ্জীবিত রাখতে মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন বছরের বিভিন্ন সময় সভা,রোজার মাসে ইফতার মাহফিল, গ্রীষ্মকালীন মৎস শিকার উৎসব ও আনন্দ ভ্রমণসহ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। যা সর্বদা দেশ বিদেশ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।
বাংলাদেশে কভিড ১৯ এর দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের জন্য ঈদ উপহার পাঠানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি রুহুল চৌধুরী মামুন, সহ-সভাপতি মঈন আহমেদ লিটন, সম্পাদক রুহুল আমিন,যুগ্ন-সম্পাদক ইসতিয়াক আহমেদ সুমন, উপদেষ্টা জনাব তাওহীদ চৌধুরী, উপদেষ্টা এস এম কামাল , কোষাধ্যক্ষ আখলাকুর রহমান তোফায়েল এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফারুক আহমেদ।
সার্বিক সহযোগিতায় WORLD LINK MONEY TRANSFER, Longsight Manchester ।





