#কমিউনিটির খবর

টিম ব্রাদারহুড ফুটবল প্রীতি ম্যাচে হবিগঞ্জের জয়।

২৯ শে সেপ্টেম্বর ওল্ডহ্যামের চাদারটনের ক্লেটন ফিল্ডে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয়ে গেলো সিলেট বনাম হবিগঞ্জের প্রীতি ম্যাচ। টিম ব্রাদারহুডের আয়োজনে সিলেট বনাম হবিগঞ্জের মধ্যকার খেলায় হবিগঞ্জ ৩-১ গোলে জয় লাভ করে।

হবিগঞ্জের পক্ষে নিজাম একাই ৩ গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার সম্মান অর্জন করেন। অপর দিকে সিলেটের টিম মুহু মুহু আক্রমন করলেও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ প্রতিপক্ষের গোল কিপার ঠেকিয়ে দিলে তারা আর গোল করতে পারে নি।

আজকের খেলায় উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাদারটন নর্থের লেবার পার্টি কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ( কোল্ডহার্স্ট ওয়ার্ড ) মমতাজ আলী আজাদ, কোল্ডহার্স্ট ওয়ার্ড লেবার পার্টি চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ, মীর গোলাম মোস্তফা ( সাধারণ সম্পাদক, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ ), জনাব সৈয়দ মাহমুদুর রহমান ( উপদেষ্টা, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ, মুরতাহন চৌধুরী বিল্লাহ ( সভাপতি, গ্রেটার ম্যানচেস্টার বঙ্গবন্ধু পরিষদ ), সাদিকুর রহমান (স্বত্বাধিকারী,মজা বাইট ), নুরুল ইসলাম সোহাগ (সমাজ কর্মী )।

খেলা উভয় দলের অধিনায়ক উপস্থিত দর্শক ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *