#কমিউনিটির খবর

চির নিদ্রায় শায়িত হলেন মামুন আহমেদ ও আব্বাস উদ্দীন।

করোনা ভাইরাসে জীবন অবসান হওয়া ম্যানচেস্টার লংসাইটের বিশিষ্ট ব্যবসাহী মামুন আহমেদ ও পুলিশ অফিসার আব্বাস উদ্দীনের দাফন সম্পন্ন হয় আজ শনিবার বাদ যোহর সাউদার্ন সিমেট্রি গোরস্থানে।

দুপুর ১:৩০ মিনিটে করোনা স্বাস্থ্যবিধি মেনে সিমেট্রি প্রাঙ্গনে দুজনেরই জানাজা একসাথে পড়ানো হয়। জানাজা পরিচালনা করেন লংসাইটের শাহপরান মসজিদের খতিব মুফতি শামিম আহমদ। জানাজা শেষে দুজনকেই নির্ধারিত স্থানে কবরস্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *