ওল্ডহ্যামে টিম ব্রাদারহুডের উদ্দ্যেগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
আসছে ২৯শে সেপ্টেম্বর বুধবার ওল্ডহ্যামে টিম ব্রাদারহুড নামের একটি সংগঠনের পক্ষ থেকে সিলেট বনাম হবিগঞ্জ এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। চাদারটনের ক্লেটন মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচ উপভোগ করার জন্যে সবাই আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত ম্যাচে সিলেটের নেতৃত্বে থাকবেন মুদ্যাকির কোরেশী আর হবিগঞ্জের নেতৃত্বে থাকবেন শামসুদ্দিন চৌধুরী ফয়সল।

ম্যাচ প্রসঙ্গে সিলেটের দলনেতা মুদ্যাকির কোরেশী বলেন, টিম ব্রাদারহুড আমাদের একটি ভ্রাতৃত্বের বন্ধনের সংগঠন। স্থানীয় ক্রীড়াঙনে আমাদের এই উদ্দ্যেগ নিঃসন্দেহে ফলপ্রসূ ভূমিকা রাখবে।
একই সাথে হবিগঞ্জের দলনেতা শামসুদ্দিন চৌধুরী ফয়সল বলেন, এই ধরনের একটি আয়োজন আমাদের সংগঠনের জন্যে এবারই প্রথম। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রীতি ম্যাচ একটি উপভোগ্য বিনোদন হবে।
টিম ব্রাদারহুডের আয়োজনে সিলেট বনাম হবিগঞ্জের প্রীতি ম্যাচের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ম্যানচেস্টার সমাচার। এছাড়া আরও সহযোগিতায় থাকবে রয়েল সুলতান ও মজা বাইট।





