#কমিউনিটির খবর

আড্ডাবাজ ৯৭/৯৯ এর শরৎ আড্ডা !

সৈয়দ মিনহাজুল ইসলাম (শিমুল):
ব্যস্ততম একঘেয়ে নাগরিক জীবন থেকে একটুখানি সস্থির আশায় রোববার (৬ই সেপ্টেম্বর) লন্ডনের ইলফোর্ড এলাকার ভেলেন্টাইন পার্কে মিলিত হয়েছিলেন আড্ডাবাজ ৯৭/৯৯ গ্ৰুপের একদল বন্ধু।

এই গ্রুপটি মূলত যুক্তরাজ্যে অবস্থিত সকল বন্ধুদের নিয়ে গঠিত যারা মাধ্যমিক দিয়েছেন ১৯৯৭ সালে এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছেন ১৯৯৯ সালে।

প্রবাস জীবনের কর্ম ব্যস্ততার মাঝে এক টুকরো আনন্দ খুঁজে নিতে প্রায় বছর খানিক আগে লন্ডনে অবস্থিত কিছু বন্ধুদের প্রচেষ্টায় গড়ে উঠে এই আড্ডাবাজ ৯৭/৯৯ গ্রুপটি। পরবর্তীতে সমগ্র যুক্তরাজ্যের বন্ধুদের সন্নিবেশিত করা হয়।

এ যাবত ওরা বেশ কয়েকটি সফল পূর্নমিলনীর আয়োজন করেছে। প্রতি বছর গ্রীষ্মে বেশ বড় আকারে অনুষ্ঠান হয়ে থাকে। করোনা মহামারীর কারণে এ বছরে কোন বড় আয়োজন করা সম্ভব হয়নি বিধায়, মুক্ত আকাশের নিচে অনেকটা ছোট বেলার চড়ূই ভাতির মতো আড্ডায় মিলিত হন সবাই।

আয়োজকদের একজন সামিনা শারমিন বলেন, বন্ধুদের নিয়ে ভার্চুয়াল আড্ডা আমাদের সব সময়ই চলে মেসেঞ্জারে। সুখ দুঃখ হাসি ঠাট্টা হর হামেশা লেগেই আছে। মাঝে মাঝে আমরা স্বশরীরে একত্র হই প্রাণের বন্ধনকে মজবুত করতে। আজ শরতের এই অপরাহ্নে খোলা আকাশের নিচে একজোট হয়েছি সেই কারণেই।

লুডু খেলা, গান, আবৃতি, স্মৃতি চারণ, হাঁসি ঠাট্টার মধ্যে দিয়ে একত্রে কাটিয়েছেন তারা পুরো দুপুর ও বিকেল। নিজের হাতের বানানো খাবার পরিবেশন করেছেন বন্ধুদের। পড়ন্ত বিকেলে একরাশ ভালোবাসা নিয়ে ঘরে ফিরে গেছেন আগামীর প্রত্যাশায়।

আড্ডাবাজ ৯৭/৯৯ এর যে সকল বন্ধুরা অংশগ্রহণ করেছিলেন আজ – ওমর শরিফ,সামিনা সারমিন,সোনিয়া আজীম,রাসেল মাহবুব,আলী আহমদ সুমন,ইফতেখার চৌধুরী,নিশাদ করিম,বাসুদেব সাহা,ফোয়াদ ইব্রাহিম,আরকান মিয়া,মোস্তাকুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *