ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আব্দুর রহমান আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বৃটেনে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক। বার্মিংহামের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী, বর্ণাঢ্য জীবনের অধিকারী আলহাজ সৈয়দ আবদুর রহমান আজ কে সকালে সিলেটে ইন্তেকাল করেছেন।
তিনি প্রথম বাঙালী যিনি ১৯৬২ সালে বৃটেন থেকে বাংলাদেশে ৩ মাসে গাড়ি চালিয়ে এসেছিলেন। এবং ষাটের দশকে বৃটেনের আদালতে একবছর মামলা চালিয়ে জয়ী হয়ে প্রথম মুসলমানদের জন্য হালাল ভাবে পশু জবাইয়ের প্রচলন শুরু করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় নববই বছর।
এছাড়া ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাংলাদেশীদের সাহায্যের প্রথম চেক তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করেন।
সৈয়দ আবদুর রহমান ১৯৩১ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। এবং পঞ্চাশের দশক থেকে বার্মিংহামে বসবাস করতেন।
মরহুমের বড় ছেলে বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাফিজ সৈয়দ কফিল আহমেদ তার পিতার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।





