বাংলাদেশের মানুষ আরাফার রোযা কবে রাখবেন? — ডঃ আবুল কালাম আজাদ
বাংলাদেশের মানুষ আরাফার রোযা কবে রাখবেন
রমাদানের বাইরে যে দিনগুলোতে সিয়াম করা অনেক গুরুত্বপূর্ণ তাঁর মধ্যে একদিন হলো আরাফার দিন। আরাফার দিন হলো জিলহাজ্জ মাসের ৯ তারিখে। সিয়াম করতে বলাহ হয়েছে আরাফার দিনে; জিলহাজ্জের ৯ তারিখে নয়। ফলে, উত্তম হলো যে দিন হাজীরা আরাফার ময়দানে থাকেন সেদিন সিয়াম করা, যেটা বাংলাদেশের হিশাবে তা হবে জিলহাজ্জ মাসের ৮ তারিখ।
আবার বাংলাদেশের তারিখ গণনা হিশাবে তাঁরা এরপরের দিনও সিয়াম করতে পারেন।
তাই, উলামায়ে কেরাম বলেন যে বাংলাদেশের মানুষের জন্যে উত্তম হবে ২ দিন সিয়াম করা। সৌদি হিশাবে জিলহাজ্জের ৯ তারিখে এবং এরপরের দিন- যেদিন হবে বাংলাদেেশের গণনা হিশাবে জিলহাজ্জের ৯ তারিখে।
তাহলে- তাদের জন্যে আরাফার সিয়ামটা মিস হবে না।
শায়খ মতিউর রহমান মাদানী, শায়খ আহমাদ উল্লাহ সহ অনেকেই এমন মত পোষন করেন।
ডঃ আবুল কালাম আজা
মুদীর, ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়া, লন্ডন





