#যুক্তরাজ্য

২০২২ সালে যুক্তরাজ্যে ভয়াবহ গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দেয়ার সম্ভাবনা।

যুক্তরাজ্যে গ্যাসের নিজস্ব কোন মজুদ নেই, বিদ্যুৎ উৎপাদনও প্রয়োজনের তুলনায় খুবই অল্প বিধায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এনার্জি আমদানী করতে হয়। কভিড-১৯ মহামারি সহ বিভিন্ন কারনে বিশ্বের সব দেশেই গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধি পেয়েছে। আমদানী খরচও বেড়েছে। হোল সেইলার কম্পানীগুলো এই মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ব্রিটেনেও এনার্জির দাম বৃদ্ধি পাবে।

এনার্জি ইউকে, দি ইন্ডাস্ট্রি ট্রেড বডি, অফজেম এনার্জি ফার্ম বৃটিশ বিসনেস সেক্রেটারির সাথে ভারচুয়াল মিটিং এ উঠে আসে ২০২২ সালে এনার্জির সংকট দেখা দিবে এ কারনে বিল শতকরা ৫০% বৃদ্ধি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

OVO বস স্টেফেন ফিটপ্রেক্টিস বলেন, ২০২২ সাল ব্রিটেনে ভয়াবহ এনার্জি সংকট দেখা দিবে। এতে দাম ৫০% বাড়ানোর পরেও সংকট সমাধান সম্ভব হবে কিনা সে বিষয় সন্দেহ রয়েছে। প্রতিটি হাউজ হোল্ডকে বছরে ২০০০ পাউন্ড পর্যন্ত বিল দিতে হতে পারে” ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *