সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে চলমান ফার্লো স্কিম।
ব্রিটিশ চ্যান্সেলার ঋষি সোনাক ইংল্যান্ডে কর্মজীবি মানুষের চাকুরী রক্ষায় চলমান ফার্লো স্কিমটি সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করার পাশাপাশি ইউনিভার্সেল ক্রেডিট সপ্তাহে অতিরিক্ত ২০ পাউন্ড করে দেয়ার চলমান কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন।
মহামারির সময়ে কাজে যেতে না পারা কর্মীদের বেতনের ৮০% দিয়ে আসছে সরকার। পাশাপাশি যারা সরকারী বেনিফিট নিচ্ছে ইউনিভার্সেল ক্রেডিট নিচ্ছেন তাদের জন্য অতিরিক্ত ২০ পাউন্ড অব্যাহত রাখা হবে।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে পার্লমেন্টে বাজেট ঘোষণা করবেন তিনি। বাজেটে ফারলো স্কীম সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখা হবে বলে জানিয়েছে চ্যান্সেলারের অফিস। মিঃ সুনাক আসন্ন মাসগুলিতে জনগণের সমর্থন, অর্থনীতি পুনর্নির্মাণ এবং জনগণের আর্থিক অর্থ “সংশোধন” করার লক্ষ্যে তিনটি দফা পরিকল্পনার রূপরেখা দেবেন বলে জানিয়েছে বিবিসি।
জব রিটেনশন স্কীমের অধিনে বর্তমানে প্রায় ৪ মিলিয়নের বেশি কর্মকর্তা-কর্মচারীকে ফারলো দিয়ে যাচ্ছে সরকার। তবে জুলাই থেকে ১০ শতাংশ, অগাষ্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২০ শতাংশ কন্ট্রিবিউট করার জন্যে চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবে সরকার।
এছাড়া বাজেটে প্রায় ৬ লাখের বেশি সেল্ফ এমপ্লয়েডের জন্যে গ্র্যান্টের সুবিধা বাড়ানোর ঘোষণাও দিবেন চ্যান্সেলার। বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারকে সহযোগিতার জন্যে আগামী ৬ মাস ইউনিভার্সেল ক্রেডিটে সপ্তাহে ২০ পাউন্ড বেশি পরিশোধের ঘোষণাও দিবেন চ্যান্সেলার।
এছাড়াও বাজেটে ইংল্যান্ডের মিউজিয়াম, যাদুঘর এবং গ্যালারির জন্যে ৪০৮ মিলিয়ন পাউন্ড এবং হাইস্ট্রীট ব্যবসায়ীদের সহযোগিতার জন্যে আরো ৫ বিলিয়ন পাউন্ড গ্র্যান্টের ঘোষণা দিবেন চ্যান্সেলার ঋষি সোনাক।
গ্রীস্মকালিন খেলাধুলায় প্রাণ ফিরিয়ে আনার জন্যে বিশেষ করে ইংলিশ ক্রিকেটকে সহযোগিতার জন্যে ৩শ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজও ঘোষণা দিবেন তিনি।
ইংল্যান্ডে বর্তমানে তৃতীয় দফায় লকডাউন চলছে। আগামী ৮ মার্চ থেকে ধাপে ধাপে লকডাউন শিথীলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জুন মাসে গিয়ে পুরোপুরি লকডাউন আইন প্রত্যাহারের আশা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।





