#যুক্তরাজ্য

সবুজ তালিকায় যুক্ত হচ্ছে আরো ১৭ দেশ।

যুক্তরাজ্যের ভ্রমন পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে আরও ১৭ টি দেশ সবুজ তালিকায় যুক্ত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। নতুন যুক্ত হতে যাওয়া এই ১৭টি দেশে থেকে ফিরলে আইশোলেশন বা কোয়ারেন্টাইনের ঝামেলা থাকবে না ভ্রমনকারীদের।

গত সপ্তাহে ব্রিটিশ সরকার জানিয়েছিলো, তাদের অ্যাম্বার লিস্টে যে সব দেশের নাম রয়েছে, সেই সব দেশের অনেকগুলিতে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। তাই তারা অ্যাম্বার তালিকাটি নিয়ে আবারও পর্যবেক্ষন করবেন। একই সাথে ইতালী ও স্পেনের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই দুইটি দেশ যুক্তরাজ্যে লাল তালিকাভূক্ত হওয়ার সম্ভবনা রয়েছে ইঙ্গিত দিয়েছে ট্রান্সপোর্ট বিভাগ। তার মানে এই দুইটি দেশ থেকে আসলে ভ্রমনকারীদের ১৭৫০ পাউন্ডের হোটেল কোয়ারেন্টাইনের অর্থ খরচ করতে হবে।

নতুন ভ্রমন নির্দেশনা সম্পর্কে ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস বলেছেন, বিভিন্ন দেশের আক্রান্তের সংখ্যার উপর বিবেচনা করে সরকার তাদের তালিকার পরিবর্তন করছে। নতুন করে বর্ডার ছেড়ে দিয়ে তারা কোন ঝুকিঁ নিতে চান না।

এদিকে ট্রান্সপোর্ট মন্ত্রণালয় নতুন করে যে সব দেশ সবুজ তালিকায় নেওয়ার কথা ভাবছে তা হলো, জার্মানী, পোল্যান্ড, কানাডা, অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, ল্যাটভিয়া, লিথুভিয়া, স্লোভাকিয়া এবং স্লোভিনিয়া।

এছাড়া বর্তমানে যুক্তরাজ্যে হলুদ তালিকায় থাকা ভুটান, ফ্রেন্স পলিনিসিয়া, নর্থ ম্যাশিডোনিয়া, নরওয়ে এবং সৌদি আরব সবুজ তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের সোমবার থেকে ইউভূক্ত দেশ ও আমেরিকা থেকে আসা ভ্রমনকারীদের যদি টিকার দুই ডোজ দেওয়া থাকে তাহলে তাদের সেলফ আইশোলেশনের প্রয়োজন নেই।

এ সম্পর্কে চ্যান্সেলর রিশি সুনাক বলেছেন, বর্তমানে ভ্রমনের যে বিধি-নিষেধ গুলো আছে তা তুলে দেওয়া উচিত। তা না হলে হসপিটালিটি সেক্টর মানে রেষ্টুরেন্ট, পাব, বার ও বিনোদন কেন্দ্রগুলো অর্থনৈতিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা পোষানো সম্ভব হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *