#যুক্তরাজ্য

লিংকনশায়ারের স্কুলবাস দুর্ঘটনায় কবলিত।

৬০ জন শিক্ষার্থীসহ ইংল্যান্ডের লিংকনশায়ারের দুর্ঘটনায় পড়েছে একটি দোতলা স্কুলবাস। দুর্ঘটনাটি লিংকনশায়ারের নর্থ হাইকহামে ঘটেছে বলে জানা যায়। এতে দুজন শিক্ষার্থী সামান্য আহত হওয়া ছাড়া আর বিশেষ কিছু হয়নি।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাসটি শিক্ষার্থীদের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল। এগুলো হচ্ছে স্যার রবার্ট প্যাটিনসন একাডেমি এবং নর্থ কেস্টেভেন একাডেমি। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানই নর্থ হাইকহামের।

জানা গেছে, চলতে চলতে হঠাৎ বাসটি একদিকে হেলে যায়। এটি রাস্তার একদম কিনারে চলে গিয়ে নরম মাটিতে পিছলে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে এবং চলাচলের জন্য রাস্তা ফের খুলে দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *