#যুক্তরাজ্য

লন্ডনে ‘লেখক-বন্ধুদের মিলনমেলা’।

যুক্তরাজ্যে সৌখিন লেখক-কবিদের সংগঠন ‘লেখক-বন্ধু ‘ ফেসবুক গ্রুপ গত বছরের ন্যায় এবারও আয়োজন করেছিলো তাদের গ্রীষ্মকালীন মিলনমেলা।

রোববার (২৮ আগস্ট) লন্ডনের ম্যানর পার্কে লেখক-বন্ধু গ্রুপের অন্যতম সদস্য রওশন জাহান সিমি ও তার স্বামী রফিকুল ইসলাম (কাজল) আয়োজন করেন এই মিলনমেলার। বাড়ির আঙিনায় বর্ণিল সাজে সাজানো হয়েছিলো মেলা প্রাঙ্গন। আবহমান বাংলার অতিহ্যবাহী পোশাকে মেলায় অংশগ্রহন করেন লেখক বন্ধুরা। গ্ৰুপের সদস্যদের বাইরেও আত্মীয়-পরিজন ও বন্ধু বান্ধবরাও মিলনমেলায় উপস্থিত ছিলেন।

রওশন জাহান সিমির প্রাণবন্ত উপস্থাপনায় প্রথমেই উপস্থিত লেখক বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেয়া সবার সামনে। এরপর ‘লেখক-বন্ধু’ প্রকাশনার প্রথম ছোটগল্পের সংকলন ‘আনন্দ ভৈরব’ গ্রন্থটি অভ্যাগতদের সামনে তুলে ধরা হয়। এছাড়াও এই গ্ৰুপের অন্যতম আরও দুজন সদস্য লুনা রেহনুমা ও আমিনা তাবাস্সুমের একক উপন্যাস ও গল্পগ্রন্থ সমূহ উপস্থাপন করা হয়।

পরিচয় পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচনা পর্বটি হয় আবৃত্তির মাধ্যমে। সবাইকে শ্রুতি মধুর আবৃত্তি উপহার দেন শারমিন চৌধুরী, রওশন জাহান সিমি, লুনা রেহনুমা ও সৈয়দ মিনহাজুল ইসলাম (শিমুল ) । গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অতিহ্য পুঁথি পাঠ করে সবাইকে বিমোহিত করেন ইফতেখার চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিলো গান। প্রথমেই বাংলা গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন যুক্তরাজ্যে জন্ম নেয়া ছোট্ট সোনামনিরা। হাজার মাইল দূরে ভিন দেশে বেড়ে উঠা এই কোমলমতি শিশুরা চমৎকার বাংলা গান গেয়ে শিকড়ের অস্তিত্ব অনুধাবন করান। শিশু শিল্পীদের মধ্যে গান পরিবেশন করে শ্রেয়সী, মারিসা, অচিরা, সামায়রাহ্ এবং মনকাড়া।

এরপর শুরু হয় বড়দের সংগীত অনুষ্ঠান। সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন রওশন জাহান সিমি, শতরুপা চৌধুরী ও রুখসানা জাহান শুচি।

ভোজন রসিক বাঙালির রসনা তুষ্টি ব্যাতিত কোন অনুষ্ঠানই পূর্নতা পায় না। এখানেও তার ব্যতিক্রম নেই। খাবারে বাঙালিয়ানার উপস্থিতি সকলের ভূয়সী প্রশংসা কুঁড়িয়েছে।

মিলনমেলার উপসংহারে লেখক বন্ধুদের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য আমন্ত্রিত অতিথী মাহমুদা হাবিব। অতিথীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেমব্রিজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ
নাজিয়া হাবিব।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *