#যুক্তরাজ্য

লন্ডনে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৫।

ইংল্যান্ডে শিথীলকৃত লোকডাউনের পুরোপুরি তুলে নেয়ার দাবিতে গত শনিবার লন্ডনে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় পুলিশ উশৃঙ্খল বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করে। এছাড়া বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছে আট পুলিশ কর্মকর্তা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।

ইংল্যান্ডে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, ঘরের অভ্যন্তরে মিলিত না হওয়া, রেস্তোরাঁ/পাবে বসে খাবার খাওয়া থেকে বিরত থাকা সহ বেশ কিছু স্বাস্থ্যবিধি এখনও বলবৎ আছে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন পার্সপোর্টও চালু হতে যাচ্ছে খুব শিগ্রী। এই সকল করোনা প্রতিরোধ আইন সম্পূর্ণরুপে বিলুপ্ত করার দাবী নিয়ে গত শনিবার বিক্ষোভকারীরা দুপুরের পর পরই সেন্ট্রাল লন্ডনে জড়ো হতে থাকে এবং অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে মিছিল করে। ধারণা করা হচ্ছে, মিছিলে কয়েক হাজার লোক অংশ নিয়েছে।

পরবর্তীতে বিক্ষোভকারীরা হাইড পার্কে সমাবেশ করে। সেখানে তারা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটেনে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার পর কয়েক মাস ধরে কঠোর লকডাউন জারি রাখা হয়। মার্চ মাস থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হয়। জুন নাগাদ সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে।

ইউরোপে যে কটি দেশ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *