লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার !
পূর্ব লন্ডনে লাইমহাউজ ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে মোহাম্মদ আকিল মেহেদী নামে এক ব্রিটিশ বাংলাদেশী কোরআনে হাফেজের লাশের উদ্ধার করা হয়েছে। গত ৬ নভেম্বর শনিবার সকাল ৮.৪৫ মিনিটে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ২২ বছর। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন )। তিনি মিশর থেকে কোরআনে হিফজ শেষ করে সম্প্রতি লন্ডন ফিরে আসেন।
তিনি গত রমজানে ফিন্সবারীর একটি মসজিদে তারাবিহ নামাজ পড়িয়েছেন। অত্যন্ত সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তিনি।
হাফেজ আকিলের মা একজন কোরআন পাঠদানের শিক্ষক ছিলেন। তার পরিবার নর্থ লন্ডনে ফিনচলে এলাকায় থাকেন। জানা গেছে, হাফেজ আকিল তার বোনের সাথে অল্ডগেইটে থাকতেন। হাফেজ মোহাম্মদ আকিল মেহেদীর মৃত্যুতে কমিউনিটিতে আতঙ্ক তৈরি হয়েছে।
আকিলের মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। টাওয়ার হেমলেট বারা পুলিশ কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি তার মৃত্যু রহস্য সম্পর্কে। গোয়েন্দাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।





