লন্ডনে বাঙালি শিক্ষিকা খুনের সন্দেহে ১জন গ্রেপ্তার।
গত ১৭ সেপ্টেম্বর লন্ডনের স্কুলশিক্ষক সাবিনা নেছা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ হত্যাকাণ্ডে আরও এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে লন্ডনের গোয়েন্দা পুলিশ। পাশাপাশি এ ঘটনায় প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে স্থানীয় লোকজনের সহযোগিতা চেয়েছে গোয়েন্দা পুলিশ।
১৭ সেপ্টেম্বর রাতে সাবিনা নেছা দক্ষিণ-পূর্ব লন্ডনের গ্রিনউইচের বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পরদিন ক্যাটর পার্ক-সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনায় লন্ডনের রাস্তায় নারীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার ৩৮ বছর বয়সী লুইশামের বাসিন্দা ওই ব্যক্তি বর্তমানে তাদের হেফাজতে আছে। এদিকে, সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া ছবিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে সাবিনা নেছা হত্যায় জড়িত সন্দেহে পুলিশ খুঁজছে। এ ছাড়া ওই ব্যক্তির ব্যবহৃত একটি রুপালি রঙের গাড়িও খুঁজছে তারা।
সাবিনাকে যেদিন হত্যা করা হয়, সেদিন সন্ধ্যায় পেগলার স্কয়ারে ওই ব্যক্তিকে হাঁটতে দেখা যায়। সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া ছবিতে একই এলাকায় রুপালি রঙের গাড়িটি দেখা গেছে।





