#যুক্তরাজ্য

লন্ডনে বাংলাদেশিদের এলাকা পরিদর্শন করেছেন রাজা চার্লস।

লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন এলাকা পরিদর্শন করেছেন ব্রিটেনের রাজা চার্লস। সেখানে তিনি বাংলাদেশের কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাজার সঙ্গে কুইন কনসর্ট ক্যামিলাও ছিলেন।

গত বুধবার লন্ডনের এলাকা পরিদর্শনে গেলে রাজা চার্লস ও রানিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন বাংলাদেশিরা।

এ সময় রাজা বাংলাদেশির সঙ্গে করমর্দন করেন এবং তাদের খোঁজখবর নেন।

এর পর তিনি একটি মসজিদ পরিদর্শন করেন এবং এর প্রঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

১৯৭৮ সালে বর্ণবাদীদের হামলায় নিহত বাংলাদেশি যুবক আলতাব আলীর স্মরণে রাজা চার্লস ওই বৃক্ষরোপণ করেন।

এর পর গ্রাম-বাংলা নামে একটি রেস্তোরাঁয় রাজা ও রানি বাংলাদেশি খাবার খান।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, গত বছরের অক্টোবরে চার্লসের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পরে তা বাতিল করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *