লন্ডনে ছুরিকাঘাতে ৩ জন নিহত।
পশ্চিম লন্ডনের একটি ঘর থেকে ৩ বছর বয়সী এক ছেলে শিশু, একজন পুরুষ ও একজন মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় ব্রেন্টফোর্ডের ক্লেপন্ডস রোড়স্থ একটি ঘর থেকে এক শিশুপুত্র, ৩০ বছর বয়সী মহিলা এবং ৪০ বছর বয়সী পুরুষকে ছুরিকাঘাত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে প্যারামেডিকস দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাদেরকে মৃত ঘোষণা করে।
পুলিশ ধারণা করছে এরা সকলেই একি পরিবারের সদস্য । নিহত কারোরই পরিচয় পাওয়া যায়নি এখন পর্যন্ত। গোয়েন্দারা বিষয়টি তদন্ত করে দেখছেন।





