#যুক্তরাজ্য

লন্ডনে এসিড হামলায় আহত ৩ ।

উত্তর লন্ডনে এসিড আক্রমণের শিকার হয়েছেন তিনজন। যার মধ্যে দশ বছরের এক কিশোরীও রয়েছে। জানা যায়, দুর্বৃত্তরা ঘরের দরজায় নক করছিলো বারবার। এক পর্যায়ে দরজা খুলতেই হামলার শিকার হয় পরিবারের সদস্যরা।

কলিন্ডালের বিউফোর্ট পার্কে সোমবার রাত ৭:২০ মিনিটে পুলিশকে ফোন করা হয়েছিল ঘটনাটির রিপোর্ট করার জন্য।

মেট পুলিশ জানায়, আহতদের মধ্যে ৪৩ বছর বয়সী পুরুষ, ৩৬ বছর বয়সী মহিলা এবং ১০ ​​বছর বয়সী কিশোরীকে এসিড নিক্ষেপ করা হয়েছিল। যার ফলে তারা আহত হয়েছিল।আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলেও তিনজনকেই হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে।

ঘটনাস্থলে যোগদানকারী কয়েকজন অফিসারকে এসিডের প্রভাবের কারণে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। পুলিশ বলেছে, কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি, তবে তদন্ত চলছে।

সার্জেন্ট ইওয়া সিজুরা বলেছেন: “এই হামলার জন্য দোষীদের চিহ্নিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য আমারা জনগণের সহায়তা চাই।

আপনি যদি ওই অঞ্চলে থাকেন এবং ঘটনাটি লক্ষ করেন বা এ বিষয়ে কোনও তথ্য জানেন যা সহায়তা করতে পারে আমাদের তবে আমি আপনাকে এগিয়ে এসে পুলিশের সাথে কথা বলার জন্য অনুরোধ করছি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *