#যুক্তরাজ্য

লন্ডন জুড়ে ব্যাপক অগ্নিকাণ্ড।

প্রচণ্ড তাপের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

লন্ডনের ফায়ার ব্রিগেড জানিয়েছে, নগরীর কয়েকটি স্থানে তারা অর্ধশত অগ্নিনির্বাপন কর্মী পাঠিয়েছে। পূর্ব লন্ডনের একটি স্থানে ঘাস থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৩০ জন অগ্নিনির্বাপন কর্মী কাজ করছে।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, লন্ডনের বিভিন্ন জায়গায় আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে।

আবহাওয়া দপ্তরের সূত্রমতে, আজ হিথ্রো বিমানবন্দরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

লন্ডনের ফায়ার ব্রিগেড টুইটারে বলেছে, ‘আজকের রেকর্ড তাপপ্রবাহের সময় অগ্নিনির্বাপন কর্মীরা রাজধানীজুড়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অগ্নিকাণ্ডের সাথে লড়াই করার কারণে আমরা একে একটি বড় ঘটনা হিসেবে ঘোষণা করেছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *