যুক্তরাজ্যে সুপার ফ্লু দ্রুত ছড়াচ্ছে।
যুক্তরাজ্যে ‘সুপার ফ্লু’ বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের তীব্র প্রাদুর্ভাব তীব্র আকারে ছড়িয়ে পড়েছে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। NHS-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ইনফ্লুয়েঞ্জায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় 55 % বেড়ে দৈনিক গড়ে ২,৬৬০ জন হয়েছে — এই সময়ের জন্য রেকর্ড উচ্চ সংখ্যা। গত বছরের একই সময় প্রায় ১,৮৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর শিখর এখনও দেখা যাচ্ছে না এবং চাপ ক্রমশ বাড়ছে। 
এবারের ফ্লু ঢেউ প্রধানত Influenza A(H3N2) সাবক্লেড K নামে একটি নতুন পরিবর্তিত স্ট্রেনের জন্য, যাকে “সুপার ফ্লু” বলা হচ্ছে। এই স্ট্রেনটি আগের বছরের ভাইরাসের তুলনায় দ্রুত ছড়াচ্ছে এবং জনসংখ্যার অনেকের মধ্যে প্রতিরোধ কম থাকায় এটি সহজে সংক্রমণ ঘটাচ্ছে। 
হাসপাতালে শুধুমাত্র প্রবীণ বা ঝুঁকিগ্রস্তদেরই নয়, বিভিন্ন বয়সের মানুষের ভর্তি বাড়ছে। বিশেষ করে ৫-১৪ বছর বয়সী শিশুদের মধ্যে ফ্লু বেশি দেখা যাচ্ছে, যার ফলে কিছু স্কুলে ক্লাস সময় কমানো বা অনলাইন শিক্ষা ব্যবস্থা নিতে হয়েছে। 
সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীরা বলছেন, NHS-এর অনেক জরুরি বিভাগ ও ওয়ার্ড প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং শীতের অন্যান্য ভাইরাস যেমন নরোভাইরাসও বেড়ে ওঠায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়ছে। 
ফ্লুর সাধারণ লক্ষণ
এবারের ‘সুপার ফ্লু’-এর লক্ষণগুলো হার্মান ফ্লুর মতোই, তবে অনেকেই জানান যে ক্লান্তি এবং শরীরের ব্যথা আরও তীব্র হতে পারে। সাধারণ লক্ষণগুলো হলো:
• উচ্চ জ্বর
• শক্তি কমে যাওয়া বা ক্লান্তি
• কাশি ও গলা ব্যথা
• মাথাব্যথা
• নাকে পানি বা বমি/ডায়রিয়া হতে পারে 
প্রতিরোধ ও চিকিৎসা
• ভ্যাকসিনেশন: স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে যত দ্রুত সম্ভব ফ্লু ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করছেন। ভ্যাকসিন এখনও “সুপার ফ্লু”-র বিরুদ্ধে গুরত্বপূর্ণ সুরক্ষা দেয় এবং হাসপাতাল গমন ও গুরুতর অসুস্থতা কমাতে সাহায্য করে। 
• নিজের যত্ন: লক্ষণ থাকলে বাড়িতে বিশ্রাম নিন, প্রচুর পানি পান করুন এবং জ্বর বা ব্যথা কমানোর ওভার-দ্য-কাউন্টার ওষুধ নেওয়া যেতে পারে।
• সংক্রমণ ছড়ানো রোধ: কাশি বা হাঁচি ঢেকে দিন, নিয়মিত হাত ধুয়ে ও প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। কিছু হাসপাতালে মুখে মাস্ক পরার চেষ্টা নিয়ে ত্বরিত পরামর্শও দেওয়া হচ্ছে। 
• গুরুতর ক্ষেত্রে চিকিৎসা: শ্বাসকষ্ট, ছটফট করা, বুকে প্রচণ্ড ব্যথা বা উন্নতি না হলে NHS 111-এ যোগাযোগ করুন বা জরুরি অবস্থায় 999 ডাকুন।
এবারের ফ্লু সিজনে দেশব্যাপী হাসপাতালে ভর্তি ও চাপ বাড়ার কারণে জনস্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক করেছেন এবং নিজ-নিজ অবস্থান থেকে যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 




