#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ওমিক্রনের সাব-ভেরিয়েন্টের সন্ধান।

যুক্তরাজ্যে ওমিক্রনের নতুন ভেরিয়েন্টের সন্ধান মিলেছে । যাকে বলা হচ্ছে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট। ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট আরও বেশি সংক্রামক হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন করোনা বিশেষজ্ঞরা।বিএ ওয়ান নামের এই ধরনটিতে এরই মধ্যে ৫৩ জন আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। এই ধরনটি প্রথম যুক্তরাজ্যে পাওয়া যায় চলতি বছরের ১০ জানুয়ারী।

যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারী এজেন্সির দেওয়া তথ্যমতে, এই ধরনট কতটা বিপদজনক হতে পারে সে বিষয়ে গবেষনা চলছে। এদিকে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও পাওয় গিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। তবে ধরনটি ওমিক্রন থেকে কতটা আলাদা সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি তারা।

ওমিক্রনের সাব-ভেরিয়েন্টটির প্রথম দেখা মেলে ডেনমার্কে। এখন পর্যন্ত ২২ টি দেশে এই ধরনের সন্ধান পাওয়া গিয়েছে। যাদের মধ্যে সর্বমোট ২ হাজার ৯৩ জন মানুষ এই ধরনটিতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে এই ধরনটিতে হাসপাতালে ভর্তির ঝুকি কেমন তা নিয়ে গবেষনা করছেন গবেষকরা। ডেনমার্কের করোনা গবেষকরা বলছেন, ওমিক্রন ধরনের রূপান্তর এইটি। তাদের আক্রান্তদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এর পেছনে নতুন রূপের প্রভাব না অন্য কোন কারন আছে তা নিয়ে গবেষনা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *