#যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ফার্লো স্কিমের সময় মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে।

করোনা সংক্রমন বৃদ্ধি ও লকডাউনের কারনে ব্রিটেনের প্রতিদিনই বন্ধ হচ্ছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাধ্য হয়ে স্টাফ কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে লাখ লাখ কর্মজীবির চাকুরী রক্ষায় আবারো ফার্লো স্কিমের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক।

বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন। এর ফলে লকডাউনের কারনে বন্ধ হয়ে যাওয়া কিংবা কাজ কমে যাওয়া স্টাফরা বেতনের ৮০ পার্সেন্ট পর্যন্ত অর্থ পাবেন। আর একজনকে সর্বোচ্চ দেয়া হবে মাসে ২৫০০ পাউন্ড পর্যন্ত।

ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, জানুয়ারীতে গিয়ে আবারো পর্যালোচনা করা হবে, ফার্লো স্কিম আর বাড়ানো হবে কিনা। গত অক্টোবরে ফার্লো স্কিম বন্ধ হওয়ার কথা ছিলো। কিন্তু ইংল্যান্ডে নতুন করে ৪ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলে নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। তবে গত সপ্তাহে স্কটল্যান্ড ও ওয়েলসের স্থানীয় সরকার শুধুমাত্র ইংল্যান্ডের জন্য ঘোষণা করায় সমালোচনা করে। তারা সমগ্র যুক্তরাজ্যের জন্য ঘোষণার দাবী তুলেন।

এদিকে পার্লামেন্টে ঋষি সুনাক জানিয়েছেন এই শীতে ব্যবসায়ীদের ও লক্ষ লক্ষ চাকরির সুরক্ষা দিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড আরো ১৫০ বিলিয়ন পাউন্ড সরকারকে দিচ্ছে।

ফার্লো স্কীমের জন্য আগামী মার্চ পর্যন্ত প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড ব্যয় হবে। প্রয়োজন বোধে সময় আবারো বৃদ্ধি করা হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *