#যুক্তরাজ্য

যুক্তরাজ্য জুড়ে পেভমেন্ট পার্কিং ব্যান্ড হতে পারে।

সম্পাদকীয় :
অদূর ভবিষ্যতে পেভমেন্ট পার্কিং ফাইন কাযর্কর হতে পারে পুরো যুক্তরাজ্য জুড়ে। বর্তমানে শুধু লন্ডনে কার্যকর আছে এই আইন। তবে সরকার পুরো দেশজুড়ে এই আইনকে বাস্তবায়নের কথা ভাবছে।

ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শেপ বলেন, পেভমেন্ট হচ্ছে মানুষের হাঁটা চলার জন্যে। বিশেষ করে যারা হুইল চেয়ার ব্যবহার করেন বা প্রামে করে বাচ্চাদের নিয়ে বের হন, তাদের জন্যে পেভমেন্ট উন্মুক্ত রাখাটা খুবই জরুরী। বর্তমানে এমন অনেক সড়ক আছে, যেখানে পেভমেন্টে গাড়ি রাখার কারণে পথচারীদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। এটা খুবই বিপদজনক।

অন্যদিকে অটোমোবাইল এসোসিয়েশন বলছে, সরকার একটি সমস্যার সমাধান করতে গিয়ে আরো অনেকগুলি সমস্যা তৈরী করতে যাচ্ছে। আবাসিক এলাকায় এমন অনেক সরু রাস্তা আছে যেখানে পেভমেন্টে পার্ক না করলে অন্য গাড়িগুলি পারাপার হতে পারবেনা। তাছাড়া বেশিরভাগ ঘরেই এখন একের অধিক গাড়ি আছে, একটা ড্রাইভওয়েতে রাখা সম্ভব হলেও অন্যটি কোথায় রাখবে, তার কোন সমাধান সরকার দিচ্ছেনা।
অধিকাংশ পরিবারেই গাড়ি একটি অত্যাবশ্য উপাদান যা দৈনন্দিন বহু কাজে ব্যবহার হয়।

ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ও লোকাল ট্রান্সপোর্ট অথরিটি অনেকদিন ধরেই দেশবাসীকে গণপরিবহন ব্যবহারে উদ্ভুদ্ধ করার চেষ্ঠা করছে, পাশাপাশি সাইকেলে করে কাজে বা স্কুলে যাওয়ার জন্যে বিভিন্ন ধরণের প্রণোদনা দিয়ে আসছে। এখন এই পেভমেন্টের বিষয়টা সামনে আসায় নতুন আইন প্রণয়ন করার তাগিদ দেয়া হচ্ছে সরকারকে। বিষয়টি সংসদে উত্থাপিত হয়েছে বেশ কয়েকবার এবং আলোচনাও হয়েছে। এখন আইনে পরিণত হওয়া শুধু সময়ের ব্যপার মাত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *