ব্রিটেনের রাজা হলেন চার্লস।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে।
শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্রসাদে বিস্তৃত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।
স্থানীয় সময় সকালে সেন্ট জেমসেস প্রসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়।
বিবিসি বলেছে, এরপর লন্ডন থেকে চার্লসকে দ্বিতীয়বার রাজা হিসেবে ঘোষণা পাঠ করা হবে। সেন্ট জেমসেস প্রাসাদে যে অনুষ্ঠান হয়েছে সেখানেও একই অনুষ্ঠান হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।
রানির মৃত্যুতে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশটিতে শোক শুরু হয়েছে যা আগামী ১০ দিন ধরে চলবে। তাই ধারণা করা হচ্ছে, রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর হতে পারে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রানির শেষকৃত্যের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস। এক আদেশে তিনি এই ঘোষণা দিয়েছেন।





