#যুক্তরাজ্য

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ।

পদত্যাগ করছেন যুক্তরাজ্য প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। দলের পার্লামেন্ট সদস্যদের (এমপি) অশালীন ব্যবহার করার অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন তিনি।

উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ হলো, গত মাসে তিনি তাঁর দলেরই এক এমপিকে গালাগাল করে খুদেবার্তা পাঠিয়েছেন এবং জ্যেষ্ঠ এক আইনপ্রণেতাকে বুলিং করেছেন। পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি ‘অত্যন্ত মনোবেদনা’ নিয়ে সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য সাবেক এ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে দায়িত্ব পাওয়ার অল্প কয়েক দিনের মাথায়ই উইলিয়ামসনের পদত্যাগ সুনাকের ওপর ভরসা নিয়ে প্রশ্ন তুলছে। গত অক্টোবরে মাত্র দুই মাসের মধ্যে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুনাক। সে সময় তিনি সরকারে স্থিতিশীলতা এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তথ্যসূত্র : বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *