#যুক্তরাজ্য

বিচারের মুখোমুখি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা !

প্রতারণার মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম। ইস্ট লন্ডনের বাঙালি অধ্যুষিত পপলার ও লাইমহাউস আসন থেকে নির্বাচিত এমপি তিনি। হাউজিং ফ্রড বা সরকারি আবাসন নিয়ে প্রতারণার মামলায় আগামী মাসেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে।

আগামী ২১ জুলাই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইভিনিং স্যান্ডার্ড জানিয়েছে, ১৮ জুন শুক্রবার সকালে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের বিচারক মা‌র্টিন জেইডম্যান এমপি আপসানার শুনানির দিন ধার্য করেন। তবে মামলার শুরু থেকেই আপসানা নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

আপসানা যুক্তরাজ্যের সর্বশেষ জাতীয় নির্বাচনে লন্ডনের সবচেয়ে বে‌শি বাংলাদেশি অধ্যুষিত এলাকা পপলার-লাইমহাউস এলাকা থেকে লেবার পার্টির টিকিটে নির্বাচিত হয়ে চমক তৈরি করেন। লেবার পার্টির নিরাপদ এ আসনটি থেকে মনোনয়ন পাওয়া মানেই অনেকটা নিশ্চিত বিজয়। যদিও সেই মনোনয়ন যুদ্ধে খোদ বাঙালিদেরও বিরোধিতার মুখে পড়তে হয়েছে তাকে।

৩০ বছর বয়সী আপসানার বিরুদ্ধে হাউ‌জিং ফ্রডের তিনটি অভিযোগ আনা হয়েছে। ইসল অব ডগসের যে ফ্ল্যাটটি নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ উঠেছে সেটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্গত। অভিযোগ প্রমাণিত হলে এমপি পদ হারাতে পারেন আপসানা। একইসঙ্গে শাস্তির মুখোমুখিও হতে পারেন তিনি।

গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন আপসানা। তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *