বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির মৃত্যু।
গতকাল ২২শে ফেব্রুয়ারি বিকেল ৫ ঘটিকায় বার্মিংহামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতি নিহত হয়েছেন।। বার্মিংহাম শহরের রেডিচ A441 মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটির ঘটনা ঘটে।ঘটনাস্থলেই প্রাণ হারান পাপিয়া বেগম (৩৭) এবং তার স্বামী আব্দুর রহমান মুয়িম (৪৫) কে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্মুলেন্স এ করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন।

বার্মিংহামের বচলিথের আম্বাসলি রোডের বাসিন্দা আব্দুর রহমান মুয়িম ও তার স্ত্রী পাপিয়া বেগম নিহত এই দম্পতি চার সন্তানের জনক ও জননী।

আব্দুর রহমান মুয়িমের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটার বিনয়শ্রী গ্রামে এবং তার স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে ।
বৈশ্বিক মহামারী করোনার মাঝে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির এই মৃত্যুর খবরে বার্মিংহাম তথা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





