বাড়তে পারে স্কুল ছুটির মেয়াদ।
বর্ধিত করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতীয় লক ডাউনের পাশা পাশি স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী হাফ টার্ম পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। এই ছুটি ইস্টার হলিডে পর্যন্ত বর্ধিত হতে পারে বলে অনেকে মনে করছেন।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর হার দৈনিক প্রায় ২ হাজারের কাছাকাছি চলে যাওয়ায় সরকার অনেকটাই সংকিত। নতুন ধরণের করোনা ভাইরাস আগেরটা থেকে প্রায় ৭০ গুণ দ্রুত সংক্রামণে সক্ষম। ইতিমধ্যে দেশের অধিকাংশ হসপিটালগুলি রোগীর চাপে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা মনে করেন আগামী ফেব্রুয়ারিতে হাফ টার্মের পর স্কুল খুলে দেওয়া অনেকটা ঝুঁকি বাড়িয়ে দিবে।
স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যাংকক বলেন, পরবর্তী অবস্থা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির মেয়াদ ইস্টার পর্যন্ত বর্ধিত করার সম্ভাবনা প্রচুর।





