বাকিংহাম প্যালেসের বাইরে লাখো মানুষের শোক।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন, এমন খবরের পরই ভিড় বাড়ে তার বাসভবন বাকিংহাম প্যালেসের সামনে। প্যালেসের অর্ধনমিত পতাকা দেখে আরও বাড়ে সেই শোকের মাত্রা। বিবিসির প্রতিবেদনে উঠেছে ব্রিটিশ নাগরিকদের শোকার্ত হওয়ার সেই চিত্র।
৭৭ বছর বয়সী এক নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, পতাকা অর্ধনমিত করার আগপর্যন্তও তার বিশ্বাস ছিল রানি এখনো বেঁচে আছেন।
সাউদাম্পটনের ২৩ বছর বয়সী এক তরুণ বলেন, এলিজাবেথ ব্রিটিশ চেতনার প্রতিরূপ। তার জীবনের অধিকাংশ সময় ব্রিটিশদের জন্য উৎসর্গ করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হন।
অনেকেই কাজ ফেলে ছুটে যান বাকিংহামের সামনে। তাদেরই একজন বলেন, রানিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে তার এ ছুটে আসা।
বাবাকে হারিয়ে পরিবারের মানুষ হারানোর বেদনা বুঝতে পেরেছেন, তাই রানির পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন।
যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৭০ বছর ছিলেন রানির আসনে। বিশ্বের দীর্ঘমেয়াদি রানি তিনি।





