#যুক্তরাজ্য

বড়দিন উপলক্ষে উঠে যাচ্ছে লকডাউন ও রাত ১০টার কারফিউ।

এবারের লকডাউন শেষেই যুক্তরাজ্যে উঠে যাচ্ছে রাত ১০টার কারফিউ। ব্রিটিশদের বড়দিন পালনের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

২ ডিসেম্বর শেষ হয়ে যাবে ইংল্যান্ডে ২য় ন্যাশনাল লকডাউন। এরপরে রাত ১১ টা পর্যন্ত বার, পাব ও রেস্টুরেন্টে যেতে পারবেন নাগরিকরা।

সেবাখাতকে সুবিধা দিতেই নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। এরপরেই অনুমোদনের জন্য তা তোলা হবে ক্যাবিনেটে। সেপ্টেম্বরে ডাউনিং স্ট্রিট রাত ১০টার পর কারফিউ জারি করে। শুরু থেকেই এই নিয়ম নিয়ে সমালোচনা হচ্ছিলো। এমনকি এই সিদ্ধান্ত বাতিলে মামলা পর্যন্ত হয়েছে।

লকডাউন শেষে কার্যকরের জন্য বরিস জনসন নতুন শীতকালীন পরিকল্পনা ঘোষণা করবেন। জানা গেছে, ৩ স্তরের নীতিমালা এবারও থাকছে। তবে এতে আনা হবে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এই পরিকল্পনায়, বড় ও মাঝারি ব্যবসাগুলো যেনো বসন্ত পর্যন্ত টিকে থাকতে পারে সে ব্যাপারে গুরুত্ব দেয়া হবে।

অক্সফোর্ডসহ অন্য ভ্যাকসিনগুলোর সাফল্যে আশাবাদি হয়ে উঠছে ব্রিটিশ সরকার। তারা বলছে, ভ্যাকসিন বাজারে চলে আসলে লকডাউনের প্রয়োজনিতা আর নাও থাকতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *